প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ৫:৪৪ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৫ , ৫:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫নং কুশলিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনা সদস্য মোঃ আব্দুর রশিদের বাড়িতে অতর্কিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে সংঘটিত এ ঘটনায় ৮ জন নামীয় আসামি এবং আরও ১৫-২০ জন অজ্ঞাত সন্ত্রাসী জড়িত থাকার কথা উল্লেখ করে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। হামলার ভিডিও ফুটেজ ভুক্তভোগীর হাতে রয়েছে এবং তা পুলিশকে সরবরাহ করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ আব্দুর রশিদ (সাবেক সার্জেন্ট, ওআইসি ইঞ্জিনিয়ার রেকর্ডস,ইসি এসএমই) জানান, ২০১৫ সালে স্ট্রোকজনিত কারণে বাকহীন ও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন তিনি। জমি সংক্রান্ত বিরোধে ২০১৪ সালে দায়ের করা দেওয়ানি আদালতের পাটিশন মামলা নং-৩৬২/২১-এ তিনি ২০২৩ সালের ৪ জুন প্রাথমিক ডিগ্রি এবং ২০২৪ সালের ১৬ জুলাই চূড়ান্ত ডিগ্রি অর্জন করেন। আদালতের নির্দেশে জরিপ শেষে লাল পতাকা টানিয়ে তার দখলে জমি হস্তান্তর করা হয়। তিনি সেই জমিতে প্রাচীর নির্মাণ করে বসবাস করছিলেন।
কিন্তু সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিবাদীরা—১। মোঃ মোবারক তরফদার, ২। মোঃ মহিউদ্দীন তরফদার ( পিতা: মৃত শহর আলী তরফদার),৩। মোঃ আনিছুর রহমান তরফদার,৪। মোঃ আসিফ তরফদার, ৫। মোঃ আরিফিন তরফদার (পিতা: মোবারক হোসেন তরফদার),৬। মোঃ মনিরুল তরফদার, ৭। মোঃ নূরল তরফদার ( পিতা: মহিউদ্দীন তরফদার),৮। মোঃ মঈনূর তরফদার (ডাম্পার চালক, পিতা: বাবুর আলী তরফদার),এবং তাদের সহযোগী ১৫-২০ জন অজ্ঞাত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র ও ড্যাম্পার ব্যবহার করে অতর্কিত হামলা চালায়। তারা ভুক্তভোগীর স্থাপনা ভাঙচুর করে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবেগঘন কণ্ঠে বলেন,“আমি জীবনের ঝুঁকি নিয়ে দেশের সেবা করেছি। অথচ অবসরে এসে আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ হামলা শুধু আমার ওপর নয়, ন্যায়বিচারের ওপরও নগ্ন আঘাত। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান এজাহার অভিযোগ আমরা হাতে পেয়েছি। হামলার ভিডিও ফুটেজও পুলিশের কাছে এসেছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
তফশিলভুক্ত সম্পত্তি মৌজা: গোবিন্দপুর -এসএ খতিয়ান: ৪৬ বর্তমান জরিপের আরএসএস খতিয়ান: ৬২৯, ৬২৮, ১৭৪ সাবেক দাগ: ৯৪০, ৯৭০ হাল দাগ: ১৩১৪ (১৫ একরের মধ্যে ৬ একর), ১৩১৭ (২৭ একর), ১৩১৮ (.১০ একরের মধ্যে ০.৩৩০ একর) মোট জমির পরিমাণ: ৩৬.৩০ একর । স্থানীয় সচেতন মহল এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলেন, একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে প্রকাশ্যে এমন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।