পাইকগাছায় সোনালি প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়ছে

আগের সংবাদ

আশাশুনিতে প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ

পরের সংবাদ

শ্যামনগরে অভিমানে যুবকের আত্মহত্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ৮:০০ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৫ , ৮:০০ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরে অভিমানে চঞ্চল কুমার মন্ডল (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শ্রীফলকাটি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত চঞ্চল ওই গ্রামের পিযুষ কান্তি মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলের দিকে পরিবারের প্রতি অভিমান করে চঞ্চল সবার অগোচরে বাড়ির পাশের একটি নিম গাছে রশি দিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দিলে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়