টেকনাফের গহীন পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৬৬ জন উদ্ধার

আগের সংবাদ

স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে, মাছের দামও চড়া

পরের সংবাদ

সাতক্ষীরায় ছয় পরিবারকে ২৬ লাখ টাকার চেক দিল বিআরটিএ

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫ , ২:৩৫ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৫ , ৩:১০ অপরাহ্ণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ব্যক্তিদের ছয় পরিবারের মাঝে ২৬ লাখ ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা বিআরটিএর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে এ অনুদানের চেক বিতরণ করেন বি আরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ।

বরিশাল বিভাগের বিআরটিএ সহকারী পরিচালক জিয়াউর রহমানের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সাতক্ষীরা জেলার অতিরিক্ত ম্যাজিট্রেড রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা বাস মালিক সমিতির সভাপতি শেখ আব্দুস সোবাহান খোকন প্রমূখ। এসময় প্রধান অতিথি আবু মমতাজ সাদ উদ্দীন আহমেদ বলেন, “সড়ক পরিবহন আইন ও বিধিমালা অনুযায়ী সড়কে যে প্রাণগুলি ঝরে যায় তার ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়”। তবে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। অনাকাঙ্খিত মৃত্যুর দায়ভার আমরা কিছুটা হলেও নিচ্ছি। এজন্যই বিআরটিএ উদ্যোগ নিয়ে দেশের সব জেলার ডিসিদের কাছে ডিও লেটার পাঠিয়েছে। যাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত ক্ষতিপূরন পায়। একারনে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে আবেদন করলে ক্ষতিপূরণের সুযোগ পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন ।

তিনি আরো বলেন, পুরানো যানবাহনের কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই এখন থেকে ২০ থেকে ২৫ বছরের বেশি পুরোনো গাড়ি রাস্তায় চলাচল বন্ধে বিআর টিএর পক্ষ উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠান শেষে পাঁচজন নিহতের পরিবারকে ৫লাখ এবং আহত একজনকে ১লাখ টাকার চেক প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়