যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেন। নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকারের সততা, দক্ষতা ও ন্যায়পরায়ণতার পাশাপাশি উন্নয়ন ও জনকল্যাণমূলক সকলক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে অবহিত করলে জেলা প্রশাসক মোহাম্মদ জাহারুল ইসলাম তাঁর কাজের প্রশংসা করে বলেন, তার ব্যাপারে আমি ভালো ধারণা রাখি।কাল রাতেও তার সাথে আমার কথা হয়েছে। আমার সব অফিসার ভালো।
পরে বিকালে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের কার্যালয়ে গিয়ে পত্রপ্রেরণ শাখায় পৃথক স্মারকলিপি দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, গদখালী ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ, ফুলচাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ-সভাপতি মনজুর আলম, উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক এমরান রেজা খোকন, প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, যশোর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক রাশেদ খান, সাবেক মুখ্য সংগঠক আল মামুন লিখন, সাবেক যুগ্ম-আহবায়ক রেজোয়ান রনি, সাবেক যুগ্ম-সদস্য সচিব আসলাম উদ্দিন রবিন, উপজেলা কমিটির সাবেক আহবায়ক মাহমুদ হাসান, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সদস্য রুহুল আমিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১১সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের বদলি আদেশের খবর জানাজানি হলে সাধারণ মানুষ হতাশাগ্রস্থ ও মর্মাহত হয়ে পড়েন। এর প্রেক্ষিতে রবিবার (১৪সেপ্টেম্বর) তাঁর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ঝিকরগাছা সম্মিলিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশাসহ সর্বস্তরের নারীপুরুষ স্বতঃস্ফূর্তভাবে দঅংশগ্রহণ করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।