মণিরামপুরে ১৫ টাকা মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণ

আগের সংবাদ

অভয়নগরে ওয়ান শুটার উদ্ধারসহ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

পরের সংবাদ

কয়রায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৯:০২ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫ , ৯:০২ অপরাহ্ণ

কয়রায় শামছুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঘুগরাকাটি সিনিয়র ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মেজর মোঃ মেসবাহুল ইসলামের পরামর্শে এবং সদস্য সচিব ইকবাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ বনায়ন সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে সহকারী অধ্যাপক ও এমফিল গবেষক মাওঃ মোঃ আশরাফুল আলম সঞ্চালনা করেন এবং পাইকগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ তামিম রায়হান সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও খুলনা জেলা সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা গোলাম সরোয়ার। তিনি বলেন, “গাছপালা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। পরিবেশ সুরক্ষায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শামছুর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, বিশিষ্ট জামায়াত নেতা ও সমাজসেবক মোঃ সালাউদ্দিন, জিএম আলাউদ্দিন, মোঃ জাকির হোসেন শাহীন ও মোঃ সোহেল আহমেদ। এছাড়া ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলার সেক্রেটারি আল মামুনও উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। কর্মসূচিতে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত সবাই শামছুর রহমান ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়