প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫ , ৭:৫৬ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৫ , ৭:৫৬ অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
বাঁকড়া ইউনিয়নের জুলাই শহীদ জাবির -আল আমিন স্মৃতিসংসদের উদ্যোগে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক চৌগাছা-ঝিকরগাছা সংসদীয় আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বিশিষ্ট শিশু হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন,ফ্রি-মেডিকেল ক্যাম্পে আগত চিকিৎসাসেবা প্রত্যাশী মানুষেরা সেবা প্রাপ্তিতে সন্তুষ্ট থাকলে বিনামূল্যের চিকিৎসাসেবা প্রদানে মেডিকেল ক্যাম্প পরিচালনা অব্যাহত থাকবে। তিনি
১১সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টায় বাঁকড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এই ফ্রি-মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এই আশাবাদ ব্যক্ত করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের ‘শুভ উদ্বোধন’ ঘোষণা করে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা : মোসলেহ উদ্দীন ফরিদ তাঁর বক্তব্যে বলেন, প্রত্যক মানুষের উপর পরস্পরের সেবামূলক কাজের দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমরা সেই মানবিক, সামাজিক ও নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আপনাদের মাঝে নিয়ে এসেছি।
তিনি বলেন, সকল জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সর্ব শ্রেণি-পেশার মানুষ এসে এই ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে পারবেন।
ডা: মোসলে উদ্দিন ফরিদ চিকিৎসাসেবা নিতে আসা সকল মা-বোনেদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলে ধৈর্য্যধারণ করে চিকিৎসা গ্রহণ করবেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে সেবা প্রত্যাশীদের উদ্দেশ্যে বলেন, ইনশাআল্লাহ আপনারা সেবা পেয়ে সন্তুষ্ট থাকলে আগামীতে আবারও প্রতি দুই মাস অন্তর এই ফ্রি-মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে আপনাদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
কলেজ ভবনে চক্ষু, মেডিসিন,গাইনী,শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়।
বাঁকড়া ইউনিয়ন থেকে প্রায় তিনহাজার মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসেন। আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহীদ জাবির – আল আমিন স্মৃতিসংসদের সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুব উল-আলম মন্টু।
জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতিসংসদের সেক্রেটারি মো: আবিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালেক,অধ্যক্ষ শামসুর রহমান, অধ্যাপক মামুনুর রহমান, অ্যাডভোকেট হাবিব কায়সার, অধ্যক্ষ মাওলানা রেজাউল ইসলাম , এ.স.এম.আমিরুল ইসলাম, আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের পরিচালক মো : রবিউল ইসলাম, রেলরোড শাখার ব্যবস্থাপনা পরিচালক মো : মুজাহিদুল ইসলাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা – চৌগাছা উপজেলা দুটির চিকিৎসাসেবা প্রত্যাশী সাধারণ মানুষ ফ্রি-চিকিৎসা সেবা পাবেন। ফ্রি- মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন, আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।পরে ফ্রি-মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।