সাতক্ষীরায় সন্ত্রাসী খ্যাত কোপা মাসুদ সহ গ্রেপ্তার-৩

আগের সংবাদ

আশাশুনির কৃষক জাহাঙ্গীরকে বাঁচাতে সাহায্যের আকুতি

পরের সংবাদ

জনসচেনতার বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় ট্রাফিক বিভাগের লিফলেট বিতরন

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫ , ৮:২৯ অপরাহ্ণ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৫ , ৮:২৯ অপরাহ্ণ
ভীন্ন আয়োজনে সাতক্ষীরায় ট্রাফিক আইন ২০১৮’ সম্পর্কে জনসচেনতার বৃদ্ধির লক্ষ্যে যান চালক ও জনসাধারনের মধ্যে লিফলেট বিতরন করা হয়েছে। আইন অমান্যকারিদের বিরুদ্ধে তাৎক্ষণিক জরিমানার আদায়ের বিধান রেখে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের খুলনার রোড মোড়ে ট্রাফিক বিভাগ এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ই—ট্রাফিক প্রসিকিউশন অ্যান্ড ফাইন পেমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে মামলার চালক বা গাড়ি মালিকের মোবাইলে বার্তা পৌঁছে যাবে। বিকাশ বা পস মেশিনের মাধ্যমে জরিমানা পরিশোধ সম্পর্কে ধারনা দেওয়া হয়।
জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, ড্রাইভিং লাইসেন্স, সিটবেল্ট, ফিটনেস বিহীন গাড়ি, ট্রাফিক সংকেত অমান্য, ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো ৫ হাজার টাকা জরিমানা। এছাড়া রেজিস্ট্রেশনবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বা মাল বহন, বেপরোয়া গাড়ি চালানোর ক্ষেত্রে ১০ হাজার ও হেলমেট বিহিন মোটরসাইকেল পরিচালনা, অনিরাপদ পার্কিং তিন হাজার টাকাসহ অন্যান্য  অপরাধের জন্য তিন থেকে পঁচিশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। লিফলেট বিতরন কালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার কবির, শরিফুল ইসলাম, টি আই শাহাবুদ্দিন মোল্লা ও সার্জেন্ট নাজমুল শিকদারসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান, সড়কে যানবাহনের কাগজপত্র চেক করে মামলা দেওয়া হয়েছে এবং জরিমানা সংক্রান্ত লিফলেট বিতরন ও আর কিছু যানবাহন কে সতর্ক করা হয়েছে।  পরবর্তীতে জেলা পুলিশের এবং ট্রাফিক বিভাগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়