যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশীদ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এনিয়ে চৌগাছার দুটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হলো।
গত ২৮ আগস্ট যশোরের ডিসি মোঃ আজাহারুল ইসলাম এক অফিস আদেশে প্রশাসক নিয়োগ করলেও রোববার (৩১আগস্ট) বিষয়টি জানাজানি হয়।
একই অফিস আদেশে জেলার শার্শা উপজেলার কায়বা ও পুটখালি ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়, ‘স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ইউপি-১ শাখার ১৯/০৮/২০২৪ খ্রিঃ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-
আবুল কাশেম নৌকার প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।