প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫ , ৮:১৫ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৮, ২০২৫ , ৮:১৫ অপরাহ্ণ
খুলনার পাইকগাছা উপজেলার মাহমুদকাটি গ্রামের যুবক সৌরভ দাশ (২২) গত দু’দিন ধরে নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কপিলমুনি বাজার থেকে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে তার পরিবার।
নিখোঁজ সৌরভ দাশ ওই গ্রামের উজ্জল দাশের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল ৪টার দিকে কপিলমুনি বাজারে বাজার করতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
সৌরভ স্থানীয় একটি ক্যাটারিং টিমের সাথে যুক্ত ছিলেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার উদ্বেগ প্রকাশ করেছে।
নিখোঁজ সৌরভের কাকা সমীর কুমার দাশ জানিয়েছেন, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি সৌরভ দাশের সন্ধান পান, তবে অনুগ্রহ করে ০১৭৩৪-৮৮৯৭৩২ নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।