পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আগের সংবাদ

নড়াইল-২ আসনে এনপিপির চেয়ারম্যানের গণসংযোগ ও লিফলেট বিতরণ

পরের সংবাদ

দেবহাটায় আবারও ৬০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মান্নান গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫ , ৫:৫৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২৫, ২০২৫ , ৫:৫৯ অপরাহ্ণ

সাতক্ষীরার দেবহাটায় বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেবহাটা থানাধীন পারুলিয়া গরুরহাট সংলগ্ন খাদ্য গুদামের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি আসার সময় তাদের সন্দেহ হলে থামানো হয়। এসময় একজন পালিয়ে গেলেও, অপরজন আব্দুল মান্নানকে ইয়াবাসহ হাতেনাতে ধরা হয়।

অভিযানটি পরিচালনা করেন দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে এসআই মো. তাজুল ইসলাম, এএসআই লিয়াকত আলী, এএসআই শফিউর রহমান, এএসআই (নিঃ) রফিকুল ইসলাম ও বিশেষ গোয়েন্দা টিমের সদস্যরা। এ অভিযানের সার্বিক দিকনির্দেশনা দেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

গ্রেফতার হওয়া আব্দুল মান্নান দেবহাটা উপজেলার দক্ষিণ কুলিয়া গ্রামের মৃত জামাল উদ্দিন গাজীর ছেলে। এলাকাবাসীর ভাষ্যমতে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং অল্প কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে এলাকায় ফেরেন।

আটক আসামিকে রবিবার (২৫ আগস্ট) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেবহাটা থানা পুলিশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়