আশাশুনির বড়দল কলেজিয়েট স্কুলের উদ্ভুত পরিস্থিতি নিরসনে বিশেষ সভা

আগের সংবাদ

দৌলতপুরে বিএনপির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

পরের সংবাদ

মহেশপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫ , ৮:৩০ অপরাহ্ণ আপডেট: আগস্ট ২০, ২০২৫ , ৮:৩০ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বনাঢ্য র‌্যালী বের করা হয়। বুধবার বিকাল ৫টার দিকে মহেশপুর সরকারী ডিগ্রী কলেজ চত্তর থেকে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালীটি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল ইসলাম এরশাদের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুজ্জামান পপ্পু। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হারুন আর রশিদ,মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরুল হাসান রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুরুজ জামান সুরুজ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু জাফর বাবু প্রমুখ।
পরে উপজেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়