এনসিপির প্রধান সমন্বয়ক পদ থেকে ফরহাদ হোসেন খানের পদত্যাগ

আগের সংবাদ

সেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এস এ খোকনের পিতার ইন্তেকাল

পরের সংবাদ

শ্যামনগরে কুকুরের কামড়ে নারী-পুরুষসহ ১৩ জন আহত

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫ , ৪:৫৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৮, ২০২৫ , ৪:৫৪ অপরাহ্ণ
সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের হোটেল ঠিকানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি পাগলা কুকুর প্রথমে প্রতিবন্ধী লক্ষ্মী রানীকে কামড়ায়। তাকে রক্ষার জন্য এগিয়ে গেলে হোটেল কর্মচারী রেলাল হোসেনও কামড়ের শিকার হন। পরপর আরও ১১ জনকে কামড় দিয়ে গুরুতর জখম করে ওই কুকুরটি। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে কুকুরটিকে মেরে ফেলে।
আহতদের দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান জানান, আহত সবাইকে এন্টির‌্যাভিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত আছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়