জলে গেল মাঠ ভরাটের সাড়ে তিন লাখ টাকা মনিরামপুর মুক্তেশ্বরী ডিগ্রি কলেজ

আগের সংবাদ

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন বহু রোগে আক্রন্ত

পরের সংবাদ

শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তির দাবি

ইবির লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫ , ৬:২৯ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৭, ২০২৫ , ৬:৩০ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) লোক প্রশাসন বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি এবং এনটিআরসিএ’র আওতায় কলেজ ও মাধ্যমিক পর্যায়ে পাঠদানে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। রোববার বেলা ১১টায় মীর মোশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের সামনে মানববন্ধন করেন তারা। কর্মসূচিতে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। শেষে তারা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এসময় তারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে কলেজ পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে লোক প্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত এবং মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিষয় হিসেবে অন্তর্ভুক্তি করার দাবি তুলে ধরেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সরকারি কলেজগুলোতে বিসিএস শিক্ষা ক্যাডারে নানা বিষয় অন্তর্ভুক্ত থাকলেও লোক প্রশাসন বিভাগ দীর্ঘদিন ধরে সেই সুযোগ থেকে বঞ্চিত। লোক প্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা হলে শুধু কর্মসংস্থানের সুযোগ বাড়বে না বরং দেশের শিক্ষা ব্যবস্থায় নীতি ও প্রশাসনিক জ্ঞানের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।
তারা আরও বলেন, লোক প্রশাসনের শিক্ষার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং প্রশাসন ক্যাডারে প্রাধান্য দেওয়া হয় না, এমনকি শিক্ষা ক্যাডারে আবেদনেরও সুযোগ নেই। তাছাড়া কলেজ পর্যায়ের পৌরনীতি ও সুশাসনের সঙ্গে লোক প্রশাসনের সিলেবাস প্রায় অভিন্ন হলেও সেখানেও লোকপ্রশাসনের শিক্ষার্থীরা অবহেলিত। এসময় শিক্ষার্থীরা অবিলম্বে সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে বিষয়গুলো বিবেচনা করে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়