প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫ , ৮:৫৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৪, ২০২৫ , ৮:৫৮ অপরাহ্ণ
খুলনা বিভাগের ১০ জন সেরা নির্বাহী অফিসারের মধ্যে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহেরা নাজনীন ২য় স্থান অর্জন করায় পাইকগাছা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই শুভেচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অফিসার্স ক্লাবের সদস্যরা ইউএনও মাহেরা নাজনীনকে শুভেচ্ছা জানান এবং তাঁর এই সাফল্যের জন্য অভিনন্দন ও শুভকামনা প্রকাশ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, পিআইও রাজীব বিশ্বাস, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সমাজ কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ওয়াহিদ মুরাদ, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য, প্রশাসনিক দক্ষতা, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসেবামুখী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তিনি এ সম্মান অর্জন করেছেন।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।