মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা আসছে

আগের সংবাদ

মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা

পরের সংবাদ

মহেশপুর সীমান্তে ১৭ জন নারী-পুরুষ আটক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫ , ৭:৫৪ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১৪, ২০২৫ , ৭:৫৪ অপরাহ্ণ

তিন সীমান্ত দিয়ে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ঝিনাইদহের মহেশপুরের ৫৮ বিজিবির সদস্যরা ১৭ জন নারী ও পুরুষকে আটক করেছে। আটক কৃতদের বাড়ী খুলনা,নড়াইল ও যশোর জেলায়।
বিজিবি সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার ভোরে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা বাঘাডাঙ্গা গ্রামের রাস্তা থেকে ৭ জনকে আটক করে। আটক কৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে।
একই সময় কুমিল্লাপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় কুমিল্লাপাড়ার বিজিবি ক্যাম্পের সদস্যরা জিনজিরাপাড়ার মাঠের মধ্যে থেকে ৬ জন পুরুষকে আটক করে।

অপর দিকে বৃহস্পতিবার সকালে খোশালপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় খোশালপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা খোশালপুর সীমান্তের মাঠের মধ্যে থেকে ৪ জন নারীকে আটক করে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, মহেশপুরের ৩টি সীমান্ত এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ১৭ জন নারী ও পুরুষকে আটক করা হয়েছে। আটক কৃতদেরকে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়