সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাধ্যমিক, সমমান ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আদর্শ প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আয়োজিত ‘মিট দ্যা স্টুডেন্টস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন— “ভালো কিছু করতে হলে স্বপ্ন থাকতে হবে, সেই সঙ্গে ইচ্ছা, আগ্রহ এবং নিরলস পরিশ্রমের মাধ্যমে পড়াশোনায় মনোযোগী হতে হবে। তবেই সাফল্য আসবে।” এসময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে তাদের পড়াশোনা ও বিদ্যালয়ের সুবিধা-অসুবিধার কথা শোনেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপসচিব আকবর আলী, সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান এবং বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, উপজেলা একাডেমি সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, কালিগঞ্জ জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, বিএনপি নেতা হাসান সরাফীসহ উপজেলার সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।