চৌগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের র‌্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ

আগের সংবাদ

অভয়নগরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস' ২৫ পালিত

পরের সংবাদ

লাহাগড়ায় সরকারি খাল দখল করে আওয়ামীলীগ নেতার মৎস খামার করার অভিযোগ

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫ , ৭:৪৯ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১২, ২০২৫ , ৭:৪৯ অপরাহ্ণ

নড়াইলের লোহাগড়ায় সরকারি খাল দখল করে মৎস খামার গড়ে তোলার অভিযোগ উঠেছে লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সিকদারের বিরুদ্ধে।

লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ইছামতি বিলের লাহুড়িয়া বাজার থেকে মিঠাপুর বাজার সংলগ্ন পাকা সড়কের পাশ দিয়ে বয়ে চলা খালের জায়গা দখল করে মাছের খামার গড়ে তুলেছে লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম সিকদার। বিল ইছামতি বিলের ৩ নাম্বার সিটের ৩৩২২ দাগের সরকারি এক একর ( ১ শত শতাংশ) জমি দখল করে এ মাছের খামার গড়ে তুলেছেন তিনি। সেই সাথে হিন্দু স¤প্রদায়ের জমি নাম মাত্র মূল্যে ক্রয় করে পার্শ্ববর্তী জমির মালিক কে ঘিরে ফেলে কৌশলে জমি ক্রয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

লাহুড়িয়া গ্রামের বুলু মিয়া বলেন, সালাম সিকদার কৃষক পরিবারের ছেলে ছিল। কোন রকম সংসার চলত তার। তিনি আওয়ামী লীগ সরকারের আমলে পদ পদবি পেয়ে ফুলে ফেপে উঠেছেন। এলাকায় শালিস বিচার করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা হাতিয়ে নিয়ে থেমে থাকেনি সরকারি খাল দখল করে গড়ে তুলেছেন মৎস খামার।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল সালাম সিকদারের মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় দিলে ফোনটি কেটে দেয় । এরপর একাধিক বার ফোনে কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়