বেনাপোলে বিশেষ অভিযানে প্রতারণা ও ছিনতাই চক্রের সর্দার সোয়েবসহ ১১ জন গ্রেফতার

আগের সংবাদ

লোহাগড়ায় রাজমিস্ত্রি হত্যার ৩ দিনের মধ্যে খুনী আটক

পরের সংবাদ

ইবিতে নবীনবরণ, র‌্যাগিং নিয়ে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫ , ৬:৩১ অপরাহ্ণ আপডেট: আগস্ট ১১, ২০২৫ , ৬:৩১ অপরাহ্ণ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। প্রথমদিনেই শিক্ষার্থীদের দেওয়া হয়েছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার। এদিকে বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংমুক্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে মাইকিং করে র‌্যাগিং বিরোধী প্রচার প্রচারণা চালিয়েছেন তারা। নবীনদের র‌্যাগিংয়ে জড়িতদের বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান।
তিনি বলেন, আমরা র‌্যাগিং নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি। তিনদিন ধরে আমরা র‌্যাগিং সচেতনায় মাইকিং করছি। এছাড়া বিভাগগুলোতে কাউন্সিলর নিয়োগ, হল ও বিভাগে সচেতনতামূলক আলোচনা সভা এবং পোস্টার লাগানো হবে। কোনো র‌্যাগিংয়ের ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেব।
এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৮টি অনুষদের অধীনে ৩৬টি বিভাগে মোট ২ হাজার ৪৪৭ টি আসনের মধ্যে ২ হাজার ৪০৪ শিক্ষার্থী চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছেন। এছাড়া ফাঁকা ৪৩টি আসনের বিষয়ে বিশ্ববিদ্যালয় টেকনিক্যাল কমিটির মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার শহীদুল ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়