মহেশপুরে তারুণ্যের উৎসব ঘিরে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন

আগের সংবাদ

আশাশুনির গোয়ালডাঙ্গায় বৃদ্ধা মালেকার ভিটে বাড়িতে জবর দখল

পরের সংবাদ

আশাশুনিতে ভ্রাম্যমান আদালতে দুই ওষুধ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৭, ২০২৫ , ৭:২৮ অপরাহ্ণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে দুই ফার্মেসীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রানীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। বাজার এলাকার একাধিক ফার্মেসিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ড্রাগ আইন ১৯৪০’-এর আওতায় আইন লঙ্ঘনের প্রমাণ পায় প্রশাসন। মেসার্স ইনসাফ মেডিসিন কর্নারের মালিক আশরাফুল আলমকে ২০ হাজার টাকা ও জনসেবা ফার্মেসির স্বত্বাধিকারী রবিউল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়া যায়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ড্রাগ পরিদর্শক বাসারাত হোসেন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়