প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫ , ৯:৩৩ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৬, ২০২৫ , ৯:৩৩ অপরাহ্ণ
মানবসেবার মহান ব্রত নিয়ে খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুর এলাকায় অনুষ্ঠিত হলো চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে এবং জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে আয়োজিত এই মহৎ কার্যক্রমে দুই সহস্রাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়।
বুধবার(৬ আগষ্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে সাইটসেভার্সের অর্থায়নে, ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ১২ সদস্যের অভিজ্ঞ মেডিকেল টিম চক্ষু রোগ নির্ণয়, পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন। ক্যাম্পে ছানি রোগে আক্রান্ত রোগীদের বাছাই করে পর্যায়ক্রমে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য তালিকাভুক্ত করা হয়।
অস্ত্রোপচারের পর প্রত্যেক রোগীকে বিনামূল্যে কালো চশমা ও এক মাসের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ যাবতকালের সবচেয়ে বড় এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মো. আব্দুল মজিদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার আলদীন। তিনি বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অসহায়, দরিদ্র ও গ্রামাঞ্চলের মানুষের চোখের আলো ফেরাতে আমরা এমন সেবা কার্যক্রম অব্যাহত রাখব।
এই ব্যতিক্রমী উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। হাজারো মানুষের উপস্থিতি প্রমাণ করে স্বাস্থ্যসেবার এমন আয়োজন এখন সময়ের দাবি।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।