Ζήσε την Απόλυτη Συγκίνηση με το Plinko online της BGaming – μια εθιστική εμπειρία καζίνο με υψηλό RTP 99% και πολλαπλασιαστές έως x1000, όπου κάθε πτώση μπάλας κρύβει την ευκαιρία για εντυπωσιακές αποδόσεις.

আগের সংবাদ

সাংবাদিকের উপর হামলা: নেতৃত্বে রোমেল

পরের সংবাদ

পাইকগাছায় ১৯ মাস পর পরিবারে ফিরলেন মানসিক ভারসাম্যহীন পারুল আক্তার

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫ , ৯:৪৮ অপরাহ্ণ আপডেট: আগস্ট ৪, ২০২৫ , ৯:৪৮ অপরাহ্ণ
অবশেষে দীর্ঘ ১৯ মাস পর পরিবারের কোলে ফিরে গেলেন মানসিক ভারসাম্যহীন পারুল আক্তার। সোমবার (৪ জুলাই) বিকাল ৪টার দিকে পাইকগাছা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পারুলের পিতার হাতে আনুষ্ঠানিকভাবে তাকে তুলে দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তার বাড়ি বরগুনা জেলার বেতাগী উপজেলায়।
পারুল আক্তার দীর্ঘদিন ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। উল্লেখ্য, গত ইং- ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১১টার দিকে পাইকগাছা পৌর সদরের মেইন রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন পারুল আক্তার। পরে স্থানীয় চিকিৎসক ডা. আব্দুল হালিম তাৎক্ষণিকভাবে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনাটি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার দ্রুত হাসপাতালে পৌঁছে মা ও নবজাতকের সার্বিক খোঁজখবর নেন। এবং ডাক্তারের সাথে পরামর্শ করে নবজাতককে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানোর সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে পারুলের পরিবারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয় এবং ধাপে ধাপে তার পরিচয় নিশ্চিত করা যায়।
পারুলের পরবর্তী গন্তব্য পাবনা মানসিক হাসপাতাল। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আর্থিক সহায়তা ও তত্ত্বাবধানে তাকে সেখানে ভর্তি করে দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার বলেন, পারুলকে উন্নত চিকিৎসার জন্য পাবনা মানসিক হসপিটালে পাঠানো হয়েছে। এছাড়া তার কন্যা সন্তানটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন রয়েছে এবং সে ভালো আছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন এর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়