বাগেরহাটের মোল্লাহাট উপজেলা বিএনপির অন্যতম বর্ষীয়ান নেতা ও সকলের প্রিয় মুখ ইকরামুল হক (সাবু শিকদার) স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার আশু সুস্থতার জন্য পরিবার, স্বজন ও দলের নেতাকর্মীরা সবার কাছে দোয়া চেয়েছেন।
মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সাবেক ভিপি, মোল্লাহাট থানা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং থানা বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে তিনি বহুদিন ধরে সংগঠনের নিবেদিত প্রাণ ছিলেন।
বাগেরহাট জেলা বিএনপির ছাত্র ও যুব রাজনীতিতে একসময় অত্যন্ত জনপ্রিয় ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতীক ছিলেন তিনি।
আমরা সকলে মহান আল্লাহর দরবারে দোয়া করি — তিনি যেন আমাদের প্রিয় ভাই সাবু শিকদারকে দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে আগের মতো কর্মচঞ্চল রূপে ফিরিয়ে দেন।
আমিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।