মোল্লাহাট থানা চত্তরে নবনির্মিত গোলঘর উদ্বোধন ও বৃক্ষরোপণ

আগের সংবাদ

গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেফতার ১৮৬

পরের সংবাদ

কপিলমুনিতে যোগদানের আবেদনেই বরখাস্ত হলেন মাদরাসার অধ্যক্ষ!

প্রকাশিত: জুলাই ৩০, ২০২৫ , ৫:২৮ অপরাহ্ণ আপডেট: জুলাই ৩০, ২০২৫ , ৫:২৯ অপরাহ্ণ

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদরাসায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আলোচিত অধ্যক্ষ মো. আব্দুস সাত্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, শারীরিক অসুস্থতার অজুহাতে টানা তিন মাস ছুটিতে ছিলেন অধ্যক্ষ আব্দুস সাত্তার। এর মাঝে তার বিরুদ্ধে ওঠে অর্থ আত্মসাৎ, জমি জালিয়াতি, শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ একাধিক গুরুতর অভিযোগ। এ নিয়ে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলনে নামে এবং তার কক্ষে তালা লাগিয়ে দেন।

পরবর্তীতে তার অপসারণ দাবিতে জেলা প্রশাসক, মাদরাসা শিক্ষা বোর্ড ও পরিচালনা কমিটির সভাপতির বরাবর অভিযোগ জমা দেন শিক্ষকরা। তদন্তে নামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যারা সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান। এমনকি অভিযুক্ত অধ্যক্ষও তদন্তকালে বেশ কিছু দুর্নীতির অভিযোগ স্বীকার করেন।

এমন পরিস্থিতির মধ্যেই সোমবার (২৮ জুলাই) তিনি সভাপতি বরাবর একটি আবেদন জমা দেন, যেখানে তিনি লেখেন, “শারীরিক উন্নতির কারণে আগামী ৪ আগস্ট থেকে দায়িত্ব পালনে প্রস্তুত।” কিন্তু সেই আবেদন গৃহীত হওয়ার বদলে তদন্ত চলমান থাকার কারণ দেখিয়ে পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক তাকে দুই মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম জামিরুল ইসলাম। তবে বরখাস্ত হওয়া অধ্যক্ষ আব্দুস সাত্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়