জীবননগরের মাধবপুরে দিনদুপুরে গলাকেটে হত্যা, স্ত্রী-সন্তান পলাতক

আগের সংবাদ

চাঁদাবাজির সময় বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়কসহ হাতেনাতে গ্রেপ্তার ৫

পরের সংবাদ

দেবহাটায় চাঁদপুর এলাকায় সাতক্ষীরা-কালিগজ্ঞ মহাসড়কে দুই পরিবহন মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫ , ৮:৩৮ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৬, ২০২৫ , ৮:৩৮ অপরাহ্ণ

দেবহাটার চাঁদপুর মোড় এলাকায় সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০-১৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার সকালবেলা এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতক্ষীরাগামী বিআরটিসি পরিবহন ও বিপরীত দিক থেকে আসা কালিগঞ্জগামী হামদর্দ পরিবহনের মধ্যে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় উভয় বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও জানা গেছে, তারা সবাই বিভিন্ন এলাকার বাসিন্দা এবং নিজ নিজ এলাকায় চিকিৎসা নিচ্ছেন। এখনো পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, “দুইটি বাস থানায় হেফাজতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়