আশাশুনিতে জুলাই পুনর্জাগরণে শপথ ও আলোচনা সভা

আগের সংবাদ

KLIA-তে বিশেষ অভিযান: ৯৯ বিদেশি মালয়েশিয়ায় ঢুকতে ব্যর্থ, ফেরত পাঠানো হলো

পরের সংবাদ

আশাশুনিতে এসএসসি ও এইচএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৬, ২০২৫ , ৭:৩৮ অপরাহ্ণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (এসইডিপি)’ প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা শিক্ষা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, সহকারী পরিদর্শক মর্জিনা খাতুন ও একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ঢাকায় একটি বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক ও পাইলটদের স্মরণে।
শেষে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়