এফ এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আগের সংবাদ

জেডিইউজে’র উদ্যোগে রূপান্তর প্রতিদিন পত্রিকায় ইউনিট গঠন

পরের সংবাদ

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫ , ১০:২৪ অপরাহ্ণ আপডেট: জুলাই ২৪, ২০২৫ , ১০:২৪ অপরাহ্ণ

যশোরে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বুধবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার নওদাগ্রাম বিশ্বাস বাড়ীর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মাহীদ হাসান ওরফে ব্লেড (২৬) ওই এলাকার মো. মাজিদ বিশ্বাসের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাইদুর রহমান। এ ঘটনায় তিনি বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মো. মাহীদ হাসান ওরফে ব্লেডের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে এবং যেকোনো ধরনের তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়