নির্বাচনের তফসিল ঘোষণার এক মাস আগেও ভোটার হওয়ার সুযোগ

আগের সংবাদ

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় স্বজনদের হাতাহাতি দেখে বৃদ্ধার মৃত্যু

পরের সংবাদ

পাইকগাছার শিববাটি ব্রীজের টোল অবমুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫ , ৭:৩৭ অপরাহ্ণ আপডেট: জুলাই ২১, ২০২৫ , ১:৫০ অপরাহ্ণ

পাইকগাছা ও কয়রা বাসীর প্রাণের দাবি: শিববাটি সেতুর টোল স্থায়ীভাবে অবমুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পাইকগাছা, খুলনা: খুলনা অঞ্চলের পাইকগাছা ও কয়রা বাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি শিববাটি সেতুর টোল স্থায়ীভাবে অবমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই, ২০২৫) বিকাল তিনটায় শিববাটিস্থ শিবসা সেতুর ওপর ‘উপজেলা ছাত্র জনতার’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অ্যাড. রুহুল আমিন, এসকে মহিবুল্লাহ, আব্দুল কাদের নয়ন, তামিম রায়হান, আল মামুন, আসলাম পারভেজ, মেজবাহ, হাফিজ বিন তারেক, ফসিয়ার রহমান রনি, শাহাদাৎ হোসেন, আরিফুল ইসলাম রনি, তামিম, শহিদুল ইসলাম, তানভীর হোসেন গাজী, জাবির, মিনারুল ইসলাম, সোহান, আর. সামাদ সহ উপজেলায় আপামর ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শত শত ছাত্র-জনতা বিভিন্ন লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে সরকারের নিকট শিববাটি সেতুর টোল স্থায়ীভাবে অবমুক্তির জোরালো দাবি জানান।

সেতুর পরিচিতি ও টোল আদায় বিতর্ক:
সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা যায়, ২০১০ সাল থেকে শিবসা সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল শুরু হয়। খুলনা-এর অধীন বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা (জেড-৭৬০৪) জেলা মহাসড়কের ৩৩তম কিলোমিটারে অবস্থিত এই শিবসা সেতু থেকে টোল আদায়ের জন্য ইজারা প্রদান করা হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তারা শিববাটি সেতুর টোল ঘর ভাংচুর করে এবং টোল আদায় বন্ধ করে দেয়। সে সময় ছাত্রদের এই উদ্যোগকে জনপদের সাধারণ মানুষ সাধুবাদ জানিয়ে স্বস্তি প্রকাশ করেছিল। তারা তখন থেকেই স্থায়ীভাবে টোল আদায় বন্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে আসছিল।

তবে, বেশ কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি ইজারাদারের পক্ষে ফের টোল আদায় শুরু হয়েছে, যা নতুন করে ক্ষোভের সৃষ্টি করেছে। পাইকগাছা ও কয়রা প্রধান সড়কের শিববাটিস্থ কপোতাক্ষ নদের ওপর সড়ক বিভাগের অর্থায়নে এই সেতুটি নির্মাণ হয়েছিল। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে পাইকগাছা, কয়রা, আশাশুনিসহ দেশের বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন চলাচল করে।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের কাছে এই অঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনা করে শিববাটি সেতুর টোল স্থায়ীভাবে অবমুক্ত করার জোর দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়