১৭ বছর পর মুক্ত পরিবেশে বিএনপির সম্মেলন, পুনরায় সভাপতি হচ্ছেন বাচ্চু মোল্লা

আগের সংবাদ

UP-X онлайн казино подробный обзор бонусов и акций

পরের সংবাদ

যশোরে কবিরাজির নামে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ

প্রকাশিত: জুলাই ২, ২০২৫ , ১১:০২ অপরাহ্ণ আপডেট: জুলাই ২, ২০২৫ , ১১:০২ অপরাহ্ণ

কবিরাজির মাধ্যমে অর্থ দ্বিগুন করে দেওয়ার প্রলোভনে এক গৃহবধূর কাছ থেকে লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের ঘটনায় প্রতারক কবিরাজকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, শহরতলীর শংকরপুর রেলস্টেশন এলাকার মধ্যবয়সী এক বিধবা নারীর বাড়িতে প্রায় ছয় মাস আগে এক অজ্ঞাত ব্যক্তি এসে নিজেকে কবিরাজ পরিচয়ে পরিচয় দেয়। কথাবার্তার একপর্যায়ে কবিরাজ ভুক্তভোগীকে জানায়, সে কবিরাজি বিদ্যার মাধ্যমে টাকার নোট ও স্বর্ণালংকার দ্বিগুণ করতে পারে। বিশ্বাস অর্জনের উদ্দেশ্যে সে কৌশলে একটি নোট দ্বিগুণ করে দেখায়, যা দেখে গৃহবধূ তার প্রতি আস্থা অর্জন করে।

পরবর্তীতে গত ২৪ জুন দুপুরে ওই গৃহবধূর ছোট বোন তার বাড়িতে বেড়াতে এলে একই ব্যক্তি আবার উপস্থিত হয় এবং উভয়কে একইরকম প্রলোভন দেখায়। একপর্যায়ে কবিরাজ তাদের কাছ থেকে ৪ লাখ ২৫ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার নেয় এবং একটি কার্টুনে রেখে বলে, দুই ঘণ্টা পর এসব দ্বিগুণ হয়ে যাবে। পরে ভুক্তভোগী বোনদের সন্দেহ হলে কার্টুন খুলে তারা দেখতে পান, সেখানে রয়েছে কিছু কাগজপত্র ছাড়া আর কিছুই নয়। ফোনে যোগাযোগ করলেও কবিরাজের মোবাইল বন্ধ পান।ঘটনার পর ভুক্তভোগী যশোর জেলা পুলিশকে বিষয়টি অবহিত করলে জেলা পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে গোয়েন্দা পুলিশকে বিষয়টির তদন্ত ও অভিযুক্তকে গ্রেফতারের নির্দেশনা দেন।

পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই শিবু মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাত ৩টার দিকে অভয়নগর উপজেলার ধোপাদী গ্রাম থেকে অভিযুক্ত মো. ইসমাইল গাজী (৪৮) নামে ওই প্রতারককে গ্রেফতার করে। তিনি ওই গ্রামের আনছার আলী গাজীর ছেলে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসমাইল গাজী ঘটনার সত্যতা স্বীকার করেন। তার দেওয়া তথ্যমতে তার হেফাজত থেকে ৩ লাখ ৪০ হাজার ৫‘শ টাকা এবং ৪০.১০ গ্রাম ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার ও জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়