মণিরামপুরে বরাদ্দের ৩৭ শতাংশ টাকা কেটে রাখার অভিযোগ পিআইওর বিরুদ্ধে

আগের সংবাদ
আসামি গ্রেফতার

পাইকগাছায় ৩ জুয়াড়ি সহ ৬ জন আসামি গ্রেফতার

পরের সংবাদ

নদীর চরের কেওড়া বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: জুন ২৯, ২০২৫ , ৮:৩১ অপরাহ্ণ আপডেট: জুন ২৯, ২০২৫ , ৮:৩১ অপরাহ্ণ
লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়ন এর খোল পেটুয়া নদীর চরের কেওড়া বাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরা দেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ জুন) উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর ত্রিমোহনী খেয়া ঘাটের দক্ষিণ পাশে কেওড়া বাগান থেকে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরা দেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাকড়া শিকারের জন্য স্থানীয় জেলেরা কল্যাণপুর ত্রিমোহনী খেয়া ঘাটের দক্ষিণ পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় কেওড়া গাছে ঝুলন্ত অবস্থায় মরা দেহটি তারা দেখতে পেয়ে বিষয়টি তারা আশাশুনি থানা পুলিশকে অবহিত করেন।
লাশের মুখ থেতলে দেওয়ার কারণে শনাক্ত করতে অসুবিধা হচ্ছে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়