আশাশুনির বুড়িয়ায় শ্রী শ্রী জগন্নাথদেবের বর্নাঢ্য রথযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ই জুন শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কৃষ্ণা রায় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। এসময় থানার অফিসার ইনচার্জ সামসুল আরেফিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, বিসমিল্লাহ হ্যাচারীর মালিক বিশিষ্ট সমাজসেবক, উপজেলা চেয়ারম্যান প্রার্থী গাউসুল আজম রাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু, বড়দল ইউনিয়ন বিএনপি সাবেক আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, বিএনপি নেতা ও সমাজসেবক আল মাহমুদ টিক্কা, বুড়িয়া গুন্ডিচা শ্রীশ্রী মদন গোপাল আশ্রমের প্রতিষ্ঠাতা নিরঞ্জন গোস্বামী সহ হাজার হাজার ভক্ত বৃন্দ বুড়িয়া মদন গোপাল আশ্রম মন্দির মায়ের বাড়ি থেকে “রথ”কে দড়ি টেনে বড়দলে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে বুড়িয়া গুন্ডিচা মন্দির মাসি মায়ের বাড়িতে এসে শেষ করবেন। ৯দিন পরে শনিবার সন্ধ্যায় পুনরায় আবার ফিরতি রথযাত্রা অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।