হরমুজ প্রণালী ইস্যু

হরমুজ প্রণালী ইস্যুতে চীনের সহায়তা চাইল যুক্তরাষ্ট্র

আগের সংবাদ
সড়ক দুর্ঘটনা

চৌগাছায় বাস চাপায় কলেজ ছাত্রী নিহত, পিতা আহত

পরের সংবাদ

ইরানে মার্কিন হামলা: বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কার শঙ্কা

প্রকাশিত: জুন ২৩, ২০২৫ , ১২:২২ অপরাহ্ণ আপডেট: জুন ২৩, ২০২৫ , ১২:২২ অপরাহ্ণ
ইরানে মার্কিন হামলা

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর বিশ্ব অর্থনীতিতে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই হামলার ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বাড়াতে পারে। এর ফলে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে এবং মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেডারেল রিজার্ভ) সুদহার কমানোর পথে আর আগাতে পারবে না—যা বৈশ্বিক বিনিয়োগ, পুঁজিবাজার ও ডলারের মানে নেতিবাচক প্রভাব ফেলবে।

বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, সংঘাতের জেরে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হবে। এতে বিনিয়োগকারীরা নিরাপদ খাতে অর্থ সরিয়ে নিতে পারেন, বিশেষ করে স্বর্ণ ও ডলার-নির্ভর সম্পদে। সোমবার (২৩ জুন) সপ্তাহের প্রথম কার্যদিবসেই এর প্রভাব বাজারে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূল্যস্ফীতি ও সুদের হারে প্রভাব
জ্বালানির দাম বেড়ে গেলে জীবনযাপনের ব্যয় বেড়ে যাবে, ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি চাঙা হতে পারে। এই অবস্থায় মার্কিন ফেডারেল রিজার্ভের পক্ষে সুদহার কমানো কঠিন হবে, যা বিশ্ববাজারে বিনিয়োগ কমিয়ে দিতে পারে।

তেলের দাম বাড়ছে, অনিশ্চয়তায় পুঁজিবাজার
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরপরই অপরিশোধিত তেলের দাম ১৮ শতাংশ বেড়েছে। ১৯ জুন ব্রেন্ট ক্রুডের দাম ৫ মাসের মধ্যে সর্বোচ্চ ৭৯ ডলারে পৌঁছেছে। যদিও এসঅ্যান্ডপি ৫০০ সূচকে তেমন বড় পরিবর্তন হয়নি, বাজারে অস্থিরতা বাড়বে বলেই আশঙ্কা।

বিশ্লেষকদের মতে, যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বা নিজস্ব তেল রপ্তানি কমিয়ে দেয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৩০ ডলারে পৌঁছাতে পারে। এতে যুক্তরাষ্ট্রে বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৬ শতাংশ ছাড়িয়ে যেতে পারে।

ডলারের ভবিষ্যৎ নিয়ে দ্বিধা
চলতি বছরে ডলারের মান কিছুটা কমেছে। যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক অবস্থান নিয়ে বিশ্বে উদ্বেগ তৈরি হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে অস্থিরতার মধ্যে প্রাথমিকভাবে ডলারে চাহিদা বাড়তে পারে, কারণ একে অনেকেই নিরাপদ সম্পদ হিসেবে বিবেচনা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়