ইবি শিক্ষার্থীর মৃত্যু

লিভার সিরোসিসে ইবি শিক্ষার্থীর মৃত্যু

আগের সংবাদ
তালা মারার প্রতিবাদে মানববন্ধন

আশাশুনির বড়দলে দোকান ঘরে তালা মারার প্রতিবাদে মানববন্ধন

পরের সংবাদ

ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মহাপরিচালক বরাবর ফের স্মারকলিপি

প্রকাশিত: জুন ২১, ২০২৫ , ৯:২৭ অপরাহ্ণ আপডেট: জুন ২১, ২০২৫ , ৯:২৭ অপরাহ্ণ

রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ঝিকরগাছা রেল স্টেশনে নিয়মিত যাত্রা বিরতির দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর ফের স্মারকলিপি দেয়া হয়েছে। ২১জুন শনিবার বিকাল সাড়ে তিনটায় বেনাপোল রেলওয়ে স্টেশনে এই স্মারকলিপি তুলে দেন ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদসহ ফ্রেন্ডস টুয়েন্টি যুব সমবায় সমিতির সভাপতি আকরাম হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান আলী, হাবিবুর রহমান হাবিব, জামাল উদ্দিন, রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির দাবি আদায়ে গঠিত আহবায়ক কমিটির সভাপতি মোহাম্মদ আরাফাত কল্লোল স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়,
আমরা যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় প্রায় ৪ (চার) লক্ষাধিক জনগণ বসবাস করছি।

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল থেকে যশোর জেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থার মাধ্যম যশোর-বেনাপোল মহাসড়ক, পার্শ্ববর্তী উপজেলা মনিরামপুর, চৌগাছা উপজেলাসহ যশোর সদর উপজেলার বহু সংখ্যক মানুষের দৈনন্দিন জরুরী যোগাযোগ ব্যবস্থার সহজ ও নিরাপদ, আরামদায়ক, সাশ্রয়ী এবং স্বল্পতম সময়ের মাধ্যম রেল যোগাযোগ ব্যবস্থা।

অথচ দূঃখজনক ও পরিতাপের বিষয় এই যে, বাংলাদেশ রেলওয়ে বেনাপোল-ঢাকাগামী “রূপসী বাংলা এক্সপ্রেস” ট্রেন চলাচলের উদ্যোগ গ্রহণ করলেও জনগুরুত্বপূর্ণ ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির কার্যকর ব্যবস্থা করেনি।
ফলে গত ২৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে স্থানীয় স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস টুয়েন্টি যুব সমবায় সমিতি’র আয়োজনে প্রায় অর্ধশতাধিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে ৫সহস্রাধিক সর্বসাধারণ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, ‘রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে’র যাত্রা বিরতির দাবীতে সেই প্রেক্ষাপটে মাননীয় মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা বরাবর স্বারকলিপি প্রেরণ করা হয়।

অথচ অদ্যবধি ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রাবিরতির ব্যাপারে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

স্মারকলিপিতে জোরালো দাবি জানিয়ে আরো বলা হয়, আমরা অবিলম্বে সর্বস্তরের জনসাধারনের প্রাণের ও সময়ের দাবী ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রা বিরতির জোর দাবি জানাচ্ছি।
স্মারকলিপিতে বিগত মানববন্ধনের উপর ভিত্তি করে বিভিন্ন পত্রপত্রিকা, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের চিত্রপ্রতিবেদনের ফটোকপি সহপূর্বের স্মারকলিপের কপি সংযুক্ত করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়