বৃষ্টি ও বজ্রবৃষ্টি

বৃষ্টি ও বজ্রবৃষ্টিতে ভাসতে পারে দেশের অধিকাংশ অঞ্চল

আগের সংবাদ

শার্শায় বিএনপির দুই নেতাসহ এক কর্মীকে বহিস্কার

পরের সংবাদ

শাকিবকে শ্রদ্ধা করি, কারণ তিনি কাজেই বিশ্বাসী: জয়া

প্রকাশিত: জুন ১৮, ২০২৫ , ৮:৪৪ অপরাহ্ণ আপডেট: জুন ১৮, ২০২৫ , ৮:৪৪ অপরাহ্ণ
শাকিব খান

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে কাজ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী জয়া আহসান। পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত তাঁদের অভিনীত সিনেমা ‘তাণ্ডব’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমাটির মুক্তির আগেই এক সংবাদ সম্মেলনে শাকিব খানকে নিয়ে প্রশংসাবাক্য
বলেন জয়া। এবার পশ্চিমবঙ্গের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা-কে দেওয়া সাক্ষাৎকারেও ঢাকাই ছবির এই জনপ্রিয় তারকার প্রশংসা করলেন তিনি।

কলকাতায় জয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন কৌশিক গাক্সগুলী পরিচালিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিকুয়েলের শুটিংয়ে। এদিকে সম্প্রতি তিনি জানিয়েছেন তাঁর নতুন ছবি ‘ডিয়ার মা’ আগামী ১৮ জুলাই মুক্তি পাচ্ছে। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

সাক্ষাৎকারে জয়া কথা বলেন পুরুষতান্ত্রিক সমাজ এবং সিনেমা ইন্ডাস্ট্রির প্রেক্ষাপট নিয়েও। তিনি বলেন, “এটা সত্যি যে সিনেমা ইন্ডাস্ট্রি পুরুষশাসিত। কারণ এটাই আমাদের সমাজব্যবস্থা। তারই প্রতিফলন দেখা যায় ইন্ডাস্ট্রিতেও। আরও একটা কথা বলি, আমরা যাকে পিতৃতান্ত্রিক সমাজ বলি, সেই
সমাজকে কিন্তু অনেক নারীও সমর্থন করেন। তাঁরা পুরুষের চোখ দিয়ে সমাজকে দেখেন। এটা দুঃখজনক। বাংলাদেশ হোক বা পশ্চিমবঙ্গ, সবখানেই এই চিত্র দেখা যায়। যদিও এই সমাজব্যবস্থা কাম্য নয়, তবে আমরা আমাদের কাজের মাধ্যমে এর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করি।”

‘বাংলাদেশে কি শুধুই শাকিব খানের আধিপত্য? তাঁর প্রভাবে কি ঢালিউডের বিনোদন জগৎ আচ্ছন্ন?’—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন,
“শাকিব নিজেই নিজের জায়গা তৈরি করেছেন। তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী আছেন, যারা তাঁকে মন থেকে ভালোবাসেন। জীবনে ঝামেলা থাকেই, কিন্তু শাকিব সেসব নিয়ে মুখ খুলে পাল্টা জবাব না দিয়ে নিজের কাজের মাধ্যমেই উত্তর দেন। আমি নিজে সেটা দেখেছি। তিনিও আমার মতো কাজেই
বিশ্বাসী। এই জায়গাতেই আমি তাঁকে শ্রদ্ধা করি।”

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়