থানায় স্বামীর অভিযোগ
স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া, সংসারে অশান্তি সৃষ্টি এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এক স্বামী। যশোর কোতয়ালী মডেল থানায় তিনি এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী স্বামী সাদ্দাম হোসেন সদর উপজেলার রামনগর ইউনিয়নের মোবারককাটি গ্রামের মো. আজিজ বিশ্বাসের ছেলে।
সাদ্দাম হোসেন অভিযোগে উল্লেখ করেন, স্ত্রী সোনিয়া খাতুন (২৮) বেশ কিছুদিন ধরে পারিবারিকভাবে অশান্তি সৃষ্টি করে আসছিলেন। তাদের সংসারে এক মেয়ে (১২) ও এক ছেলে (৭) রয়েছে।
তিনি আরো উল্লেখ করেন, স্ত্রী সোনিয়া খাতুনের আচরণ বহুদিন ধরেই খারাপ। তিনি জেদী, রাগী ও পরিবারের প্রতি অবাধ্য। ব্যবসার কাজে স্বামী বাড়ির বাইরে বেশি সময় থাকার সুযোগে সোনিয়া খাতুন একই এলাকার বাগেরহাট জেলার মোল্লারহাট গ্রামের মো. শামীম (৩৩) এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
অভিযোগে তিনি আরও জানান, গত ৮ জুন বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে তিনি বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রী পরকীয়া প্রেমিক শামীমের সহায়তায় ঘরে থাকা ৫০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালঙ্কার, একটি দামি স্মার্টফোন ও মূল্যবান কাপড়চোপড় নিয়ে পালিয়ে যান। এসময় তিনি সন্তানদের বাড়িতে রেখে যান। স্ত্রীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।
সাদ্দাম হোসেন বলেন, তার সন্তানরা মায়ের জন্য কাঁদছে এবং তিনি নিজেও স্ত্রীর এমন আচরণে মানসিকভাবে বিপর্যস্ত। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ করে সমাধানের চেষ্টা করা হলেও কোন সুফল মেলেনি।
এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করতে বিলম্বের কারণ হিসেবে তিনি পারিবারিকভাবে পরামর্শ ও আলাপ আলোচনার বিষয়টি উল্লেখ করেন।
সাদ্দাম হোসেন কর্তৃপক্ষের কাছে স্ত্রীকে খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতয়ালী থানার এক কর্মকর্তা বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।