প্লাস্টিক ও রাবারের তৈরি স্যান্ডেলের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে পাদুকা প্রস্তুতকারক সমিতি।
মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, তুলনামূলকভাবে কম দামের এসব স্যান্ডেলের ওপর ভ্যাট আরোপ করায় ছোট ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এতে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার
পাশাপাশি কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়ছে।
তারা জানান, ২০১৬ সালে এই খাতকে ভ্যাট অব্যাহতি দেওয়া হলেও চলতি বছরের জানুয়ারি থেকে তা প্রত্যাহার করা হয়। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও ভ্যাট অব্যাহত রাখার কথা বলা হয়েছে।
ব্যবসায়ীরা দাবি করেন, সাধারণ মানুষের জন্য সহজলভ্য এবং সাশ্রয়ী এসব পণ্যের ওপর থেকে ভ্যাট তুলে নেওয়া জরুরি। বিশেষ করে প্রতি জোড়া ১৫০ টাকা মূল্যসীমা পর্যন্ত প্লাস্টিক ও রাবারের স্যান্ডেলে মূসক (ভ্যাট) অব্যাহতি পুনর্বহাল করার আহ্বান জানিয়েছেন তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।