চেক ডিজঅনার মামলায়

চেক ডিজঅনার মামলায় জয়ের জন্য প্রয়োজন ৫টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস

আগের সংবাদ
সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

পরের সংবাদ

লোহাগড়ায় বাবা ফোন না দেয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশিত: জুন ১৬, ২০২৫ , ৭:৩০ অপরাহ্ণ আপডেট: জুন ১৬, ২০২৫ , ৭:৩০ অপরাহ্ণ
আত্মহত্যা

নড়াইলের লোহাগড়ায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে শ্রীবর্ণা সাহা (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে । আত্মহত্যাকারী শ্রীবর্ণা সাহা লোহাগড়া সরকার পাড়ার গৌতম সাহার মেয়ে এবং লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
রোববার (১৫ জুন) বিকালের দিকে লোহাগড়ায় নিজ বাড়িতে সে আত্মহত্যা করে।

স্থানীয় থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে শ্রীবর্ণা সাহা গান শোনার জন্য তার বাবা গৌতম সাহার কাছে পিতার ব্যবহৃত মোবাইল ফোনটি চায়। এ সময় তার বাবা ফোন দিতে অস্বীকৃতি জানান। এই অভিমানে পরের দিন রোববার কাউকে কিছু না বলে শ্রীবর্ণা নিজ কক্ষে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

এদিকে দীর্ঘক্ষণ বাড়িতে শ্রীবর্ণাকে না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এ সময় পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে। স্থানীয় লোকজন দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়