বাসস চেয়ারম্যান আনোয়ার আলদীনের সভাপতিত্বে কপিলমুনি কলেজের প্রথম সভা অনুষ্ঠিত

আগের সংবাদ

ঝিকরগাছায় বিএনপি নেতার বাড়ি-ঘর ভাংচুরের ঘটনায় মামলা, আটক ৩

পরের সংবাদ

চৌগাছায় ২য় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ, দাদা গ্রেপ্তার

প্রকাশিত: জুন ১১, ২০২৫ , ৯:১৬ অপরাহ্ণ আপডেট: জুন ১১, ২০২৫ , ৯:১৬ অপরাহ্ণ

চৌগাছায় ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

আজ বুধবার (১১ জুন) বিকেলে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ধর্ষককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি একই এলাকার মৃত করিম বক্সের ছেলে মিজানুর রহমান (৫৫)।

শিশুটির মা হাসপাতালে সাংবাদিকদের জানান, তার শিশু মেয়ে ঘটনার দিন বাড়ির পাশে খেলা করছিল। এসময় শিশুটিকে একা পেয়ে মিজানুর জোর করে তুলে নিয়ে ধর্ষণ করে ছেড়ে দেয়। এর পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে কান্না করছিল। তার কাছ থেকে ঘটনা শুনে হাসপাতালে নেওয়া হয়।

চৌগাছা সরকারি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন জানান, শিশুটির গোপন অঙ্গ থেকে প্রচুর রক্ত ক্ষরন হচ্ছে। গুরুতর অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়