দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কপিলমুনি ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভা মঙ্গলবার (১০ জুন) বেলা ১১ টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
কলেজের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর চেয়ারম্যান, পিএসসি’র বিশেষ পরীক্ষক ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন মনোনীত হওয়ার পর এটাই পরিচালনা পরিষদের প্রথম সভা।
নবাগত সভাপতি আনোয়ার আলদীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, সদস্য সাবরিনা শারমিন আজমী (স্বর্ণা), শেখ দীন মাহমুদ, তহিদুজ্জামান মুকুল, শেখ ইকবাল হোসেন, আকরাম জোয়ার্দ্দার, শারমিন আক্তার, আব্দুল কুদ্দুস, শফিউল ইসলাম। সভায় সর্বসম্মতি ক্রমে কলেজের খেলার মাঠের নাম পরিবর্তনে সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়া শিক্ষার মনোন্নয়ন, শিক্ষার্থীদের ক্লাসমুখীকরণ, অনলাইন জুয়া ও মাদক পরিহারে সকলের সহযোগীতা করেন সভাপতি।
এর আগে নবাগত সভাপতি কলেজে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এসময় অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ডা: আব্দুল মজিদ, বিএডিসির পরিচালক জিএম আব্দুস সাত্তার, জি,এম আমিনুল ইসলাম, সাংবাদিক এসএম মুস্তাফিজুর রহমান পারভেজ, এ্যাড. এস্কেন্দার মির্জা, ছাত্রদলের পাইকগাছা থানা সভাপতি সরোজিৎ ঘোষ দেবেন, সাবেক ছাত্রদল নেতা আবুল হোসেন, কলেজের শিক্ষক-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এসময় সভাপতি নিজে পরিচালনা পরিষদের সকল সদস্যসহ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর সভাপতিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষক কমনরুমে কলেজের সকল শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় ও কলেজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, সফলতা, ব্যার্থতা ও ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। সবশেষে তিনি কলেজের বিভিন্ন ভবন, শ্রেণিকক্ষসহ গোটা ক্যাম্পাস ঘুরে দেখেন।
প্রসঙ্গত, আনোয়ার আলদীন কপিলমুনির শ্রীরামপুর এলাকার কৃতি সন্তান। শৈশবে তিনি অত্র বিদ্যাপীঠে অধ্যায়নের স্বপ্ন দেখতেন উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। শেষে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।