এইচএসসি, আলিম ও সমসান পরীক্ষার প্রস্তুতি সভা
এইচএসসি, আলিম ও সমসান পরীক্ষা সুষ্ঠু,নকল মুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে মঙ্গলবার সকালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, কক্ষে ভাঙ্গা চুড়া বেঞ্চে ছিট প্লান লাগানো যাবে না। সেগুলো পরিবর্তন করতে হবে। কেন্দ্র সচিবকে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের যথাসময়ে উপস্থিত নিশ্চিত করতে হবে। সতর্কতা অবলম্বন করে প্রশ্ন বিতরণ করতে হবে। এতে কোন দেরী না হয়। বিষয়ক ভিত্তিক শিক্ষকদের কেন্দ্রে দায়িত্ব থেকে বিরত রাখতে হবে। এখন ঝড়, বৃষ্টির সময় বিদ্যুৎ না থাকতে পারে। এজন্য কেন্দ্রে বিদ্যুতের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। কক্ষ পরিদর্শকের সব পরীক্ষার্থীর পরীক্ষার খাতা বুঝে না নেয়া পর্যন্ত কোন পরীক্ষার্থীকে কক্ষের বাইরে যেতে দেয়া যাবে না।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপারী পাল, আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল হোসেন, হামিদপুর আল হেরা কলেজের অধ্যক্ষ মফিজুল ইসলাম, ঝিকরগাছার গঙ্গানন্দপুর কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার বিশ্বাস, নাভারণ কলেজের উপাধ্যক্ষ আব্দুর রউফ, উপশহর মহিলা কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান পান্নু, ডিসি অফিসের শিক্ষা ও আইসিটি শাখার প্রশাসনিক কর্মকর্তা জাফর ইকবালসহ কেন্দ্র সচিবরা উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাওআইসিটি) খান মাসুম বিল্লাহ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।