প্রকাশিত: মে ২৭, ২০২৫ , ৯:২৯ অপরাহ্ণ আপডেট: মে ২৭, ২০২৫ , ৯:৩৪ অপরাহ্ণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর ও অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (২৭ মে) অভয়নগরে তরিকুল ইসলাম হত্যা কান্ডের পর বিক্ষুব্ধ জনতা কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করার ঘটনা ঘটে। পরে ওই ঘটনার পর যশোর ও অভয়নগর উপজেলা নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারগুলোর মধ্যে নগর তথ্য প্রদান করে । পরে তাদের পাশে সর্বদা জামায়াতে ইসলামী থাকবে বলেও আস্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৮৮ যশোর ৪ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুল এবং বাংলাদেশ ইসলাম ছাত্রশিবিরের যশোর জেলা সভাপতি এমএম আশিকুজ্জাম আশিক, নওয়াপাড়া পৌর সভাপতি মো. সাকিব হুসাইন, নওয়াপাড়া কলেজ সভাপতি মো. ফয়সাল আহমেদ অভয়নগর পশ্চিম থানা সভাপতি মো. আইয়ুব আলী।
তাদের সঙ্গে উপস্থিত ছিলেন অভয়নগর বাঘারপাড়া বসুন্দিয়ার জামায়াতে ইসলামী নির্বাচন পরিচালক অধ্যাপক মশিউর রহমান অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক মহিরুল ইসলাম পায়রা ইউনিয়ন আমির মাওঃ শরিফুল ইসলাম চলিশীয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি রজ্জব আলী ফারাজি প্রমুখ।
শেয়ার করুন
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।