তুরাগে হত্যার পর মাটিচাপা দিয়ে লাশ গুম ৩ জন গ্রেফতার

আগের সংবাদ

চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তাদের দিনভর কর্মবিরতি, ব্যাহত আমদানি-রপ্তানি

পরের সংবাদ

বাংলাদেশ পরিবেশক সমিতি শ্রীপুর উপজেলা শাখার কমিটি গঠন

প্রকাশিত: মে ২৬, ২০২৫ , ৬:২৭ অপরাহ্ণ আপডেট: মে ২৬, ২০২৫ , ৬:২৭ অপরাহ্ণ

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ পরিবেশক সমিতি শ্রীপুর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক সভার মাধ্যমে সবার সম্মতিক্রমে সভাপতি মো. ইদ্রিস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম ও মো. তৌহিদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়া কমিটিতে ৪ জন উপদেষ্টামণ্ডলীর নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন, মো. কামাল বিশ্বাস, রবিউল ইসলাম, মো. রায়হান উদ্দিন ও তাজুল ইসলাম।

২৪ সদস্য কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. হাসান আলী, সহ-সভাপতি সঞ্জয় জোয়াদ্দার, মো. গোলাম ছারোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাঈদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পল্লব কুমার রাহুত, সহ-সাধারণ সম্পাদক মো. হানিফ মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক অচিন্ত কুমার সরকার, মো. রবিউল ইসলাম, মো. নোমান বিশ্বাস, দপ্তর সম্পাদক অনুপ কুমার সরকার, প্রচার সম্পাদক মো. নাজমুল হাসান, ক্রীড়া সম্পাদক নিশিত কুমার রাহুত, সহ-ক্রীড়া সম্পাদক মো. নুর ইসলাম হিমুল, আইন বিষয়ক সম্পাদক মো. ইমামুল বিশ্বাস, নির্বাহী সদস্য সাগর দত্ত, বিপুল বিশ্বাস, মো. সোয়ান মোল্যা, বিপ্র সরকার, মো. শাহিন মোল্যা, নিশান ও ওলিয়ার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়