অভয়নগরে কৃষকদল সভাপতিকে কুপিয়ে হত্যা

আগের সংবাদ

তালায় স্কুল ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার -১

পরের সংবাদ

যশোর জেনারেল হাসপাতালে পুলিশের তৎপরতায় মোবাইল চোর আটক

প্রকাশিত: মে ২২, ২০২৫ , ১০:৫২ অপরাহ্ণ আপডেট: মে ২২, ২০২৫ , ১১:১১ অপরাহ্ণ

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশের সজাগ দৃষ্টি ও তাৎক্ষণিক পদক্ষেপে ফারুক হোসেন (৩০) নামে এক পেশাদার মোবাইল চোরকে আটক করা হয়েছে। আটক ফারুক চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের উলিয়া গ্রামের বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে।

গতকাল বুধবার গভীর রাতে, আনুমানিক ৩টার দিকে হাসপাতাল চত্বরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ফারুক। বিষয়টি নজরে আসে কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানার। তাৎক্ষণিকভাবে তিনি তৎপর হয়ে ফারুককে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে পাঁচটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেন।

পুলিশ সদস্য সোহেল রানা জানান, ফারুক একজন পেশাদার চোর এবং তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। সাধারণ মানুষের ভিড়ে এমন অপরাধীদের চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করাই পুলিশের দায়িত্ব—আর তা নিষ্ঠার সাথেই পালন করা হচ্ছে।

আটক ফারুককে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিতে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

পুলিশ সদস্য সোহেল রানার মতো দায়িত্বশীল ও সতর্ক সদস্যদের কারণে জননিরাপত্তা দিন দিন আরও সুসংহত হচ্ছে বলে মনে করছেন হাসপাতাল সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়