মানিকগঞ্জে আদালত প্রাঙ্গণে মমতাজের ওপর ডিম–জুতা নিক্ষেপ

আগের সংবাদ

পহেলা জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা, বাড়ছে ১৫%-২০%

পরের সংবাদ

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

প্রকাশিত: মে ২২, ২০২৫ , ২:৫১ অপরাহ্ণ আপডেট: মে ২২, ২০২৫ , ২:৫১ অপরাহ্ণ

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকচাপায় জিসান হোসেন (১৭) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র উপজেলার বড়দাহ গ্রামের মান্নান হোসেনের ছেলে। সে এ বছর স্থানীয় গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে জিসান গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির ব্যাবহারিক পরীক্ষার খাতা জমা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় জিসান।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়