যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের মাহিদিয়া বাজারে এক মুদি দোকান থেকে তিন ব্যারেল তেল চুরির ঘটনা ঘটেছে। এঘটনার পর রবিবার দোকান মালিক মো. মিলন হোসেন বিষয়টি নিয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে মিলন হোসেন তার ‘মেসার্স মোড়ল এন্টারপ্রাইজ’ নামক মুদি দোকানটি বন্ধ করে বাসায় ফিরে যান। পরদিন রবিবার সকাল ৮টার দিকে দোকানে গিয়ে তিনি দেখতে পান, দোকানের সামনের অংশে রাখা পাঁচটি তেলের ব্যারেলের মধ্যে তিনটি ব্যারেল নেই।
পরবর্তীতে দোকানে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ভোর ৩টা ১৮ মিনিটের দিকে ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি একটি সাদা রঙের ছোট পিকআপ ভ্যানে করে চুরি করা ব্যারেলগুলো নিয়ে পালিয়ে যায়। চুরি হওয়া ব্যারেলগুলোর মধ্যে একটি সরিয়া তেল এবং দুটি সয়াবিন তেলের ব্যারেল ছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানান দোকান মালিক।
ভুক্তভোগী মিলন হোসেন জানান, চোরদের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।