জবি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা

আগের সংবাদ

পানির ন্যায্য হিস্যা আদায়ে ঐক্য চাই: ফারাক্কা দিবসে নার্গিস বেগম

পরের সংবাদ

বগুড়ায় জাতীয় সংগীত অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: মে ১৬, ২০২৫ , ৯:৫৬ অপরাহ্ণ আপডেট: মে ১৬, ২০২৫ , ৯:৫৬ অপরাহ্ণ

বগুড়ায় জাতীয় সংগীত পরিবেশনের অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদ সমাবেশ করেছে উদীচী যশোর সংসদ।

আজ শুক্রবার (১৬ মে) বিকেলে শহরের ঈদগাহ মোড়ে আয়োজিত এই সমাবেশে জাতীয় পতাকা হাতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও প্রতিবাদী গান গেয়ে প্রতিবাদ জানান সাংস্কৃতিক কর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, “গণ-অভ্যুত্থানের পর থেকেই একটি চিহ্নিত গোষ্ঠী এ দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতি ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক উদীচী সবসময় সেই অপশক্তির বিরুদ্ধে সোচ্চার। যারা জাতির অর্জনকে অস্বীকার করে, তাদের প্রতিহত করবে সাধারণ মানুষ।”

বগুড়ায় জাতীয় সংগীত অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে উদীচীর প্রতিবাদ সমাবেশবক্তারা আরও বলেন, “এক ফ্যাসিবাদী অপশক্তির বিদায়ের পর আরেকটি যেন মাথাচাড়া দিয়ে না ওঠে—সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু। তিনি বলেন, “স্বাধীনতা ও সংস্কৃতির প্রতীক জাতীয় সংগীতের ওপর হামলা আসলে দেশের চেতনার ওপরই আঘাত। ৭১-এর পরাজিত শকুনেরা আজও জাতীয় পতাকা ও সংগীতকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে।”

তিনি জাতীয় সংগীত পরিবর্তনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন উদীচীর উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, খন্দকার আজিজুল হক, মুক্তিযোদ্ধা ইলাহদাদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সুরধনী সংগীত একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু এবং চাঁদের হাট যশোরের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়