যুদ্ধ আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য

আগের সংবাদ

বগুড়ায় জাতীয় সংগীত অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে প্রতিবাদ সমাবেশ

পরের সংবাদ

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার ঘোষণা

প্রকাশিত: মে ১৬, ২০২৫ , ৮:৫৬ অপরাহ্ণ আপডেট: মে ১৬, ২০২৫ , ৮:৫৬ অপরাহ্ণ

টানা প্রায় ৫০ ঘণ্টার অবস্থান কর্মসূচি ও গণ-অনশনের মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় ঢাকার কাকরাইল মোড়ের আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি বলেন, “সরকার জবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে। খুব শিগগিরই সমাধানের বাস্তবায়ন দেখা যাবে।”

এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে কয়েক ঘণ্টার মধ্যেই।

জানা যায়, জবির শিক্ষার্থীরা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, যার মূল কেন্দ্রে ছিল দীর্ঘদিনের আবাসন সংকট। দাবিগুলো আদায়ে তাঁরা কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং শুক্রবার বিকেল চারটায় শুরু করেন গণ–অনশন।

গণ–অনশনের সূচনা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মঞ্জুর মোর্শেদ।

শিক্ষার্থীরা জানান, আবাসন সংকটে তারা চরম দুর্ভোগে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শহরভিত্তিক অবস্থানের কারণে অধিকাংশ শিক্ষার্থীকে বাইরে চড়া মূল্যে মেসে থাকতে হয়। আন্দোলনের মূল দাবি ছিল, দ্রুত স্থায়ী আবাসন ব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা এবং রোডম্যাপ প্রকাশের পর শিক্ষার্থীরা অনশন স্থগিত করবেন কি না, তা রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আন্দোলনকারীরা।

বিশ্লেষকরা মনে করছেন, ছাত্র আন্দোলনের এ ধরনের শান্তিপূর্ণ ও সুসংগঠিত রূপ সরকারের নীতিনির্ধারণে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে দাবি বাস্তবায়নের অগ্রগতি নির্ভর করবে ঘোষিত রোডম্যাপের নির্ধারিত সময়সূচি ও কার্যকর বাস্তবায়নের ওপর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়