অভয়নগর উপজেলার ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৪ই মে) অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও শিক্ষার্থীদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান দপ্তরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ইয়াসিন আলী গাজী, আরও বক্তব্য রাখেন আঃ মজিদ সরদার, আঃ হান্নান মোল্যা, প্রধান শিক্ষক ঠাকুর দাস, স্বপ্ন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন মোল্যা, আরিফুর রহমান,
প্রমুখ।
সঞ্চালনা করেন শিক্ষক রেজাউল আলম।
সমাবেশে অভিভাবকগণ শিক্ষার পরিবেশ উন্নয়নে নানা পরামর্শ প্রদান করেন এবং শিক্ষক-অভিভাবক সম্মিলিতভাবে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।