বাঁধের গেট খুলে দিল ভারত, পাকিস্তানের দিকে যাচ্ছে পানি

আগের সংবাদ

বার্সার শুধু আনুষ্ঠানিকতা বাকি

পরের সংবাদ

বেনাপোল সীমান্তে ৩২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশিত: মে ১২, ২০২৫ , ১২:৫৯ অপরাহ্ণ আপডেট: মে ১২, ২০২৫ , ১২:৫৯ অপরাহ্ণ

বেনাপোল চেকপোস্ট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল রোববার (১১ মে) সন্ধ্যায় বিজিবির টহলদল বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নত মানের শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য ও কসমেটিক্স সামগ্রী।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে একটি চক্র ভারত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল পাচার হচ্ছে। এমন গোপন খবরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে উন্নত মানের শাড়ি, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য ও কসমেটিক্স সামগ্রী জব্দ করে। যার মূল্য ৩২ লাখ ১৩ হাজার ৮৫০ টাকা।

সাইফুল্লাহ্ সিদ্দিকী আরও জানান, জব্দকৃ্ত মালামাল বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়