সামাজিক যোগাযোগ মাধ্যমে অপত্তিকর মেসেজসহ ছবি দিয়ে ক্ষতির শংকা
যশোর পলিটেকনিক কলেজের এক ছাত্রের বিরুদ্ধে যশোর সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে সামাজিক যোগাযোগ মাধ্যম হয়রানিসহ জীবন নাশের হুমকি প্রদান করা হয়েছে। ভূক্তভোগী ওই ছাত্রী উপয়ান্তু না পেয়ে যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগে সূত্রে জানা যায়, যশোর পলিটেকনিক কলেজে ছাত্র যশোর কোতয়ালী থানাধীন মালঞ্চী গ্রামের লিংকন হোসাইন (২২), যার ফেসবুক- লিংক
ভুক্তভোগী ছাত্রী যশোরের ওয়াপদা গ্যারেজ মোড়ে এলাকার একটি মেসে থেকে লেখাপড়া করে। যার ফেসবুক নাম- Farhana ***** Aranno.
লিংকন ফেসবুক ফ্রেন্ডসার্কেল সূত্রে তার আইডিতে যুক্ত হয়। একপর্যায় গত শুক্রবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ১২ সময়ে ফেসবুক কমেন্ট বক্সে অপ্রাসাংগিক আজে বাজে কথাবার্তা লেখে ও ইনবক্সে কলদিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।
অভিযোগে আরো জানা যায়, পরবর্তীতে অডিও ক্লিপেও অকথ্য ভাষায় গালিগালাজ করে ও জীবন নাশের হুমকি প্রদান করাসহ ফেসবুকের আইডিতে আরো নানা ধরনের কুরুচি পর্ণ কথা বার্তা ও বিভ্যান্তিকর কথা লিখে প্রচার, আপত্তিকর মেসেজ ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে বড় ধরনে ক্ষতি করতে পারে মর্মে আশংকার কথা উল্লেখ করা হয়েছে।
অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে লিংকন হোসাইন কে রূপান্তর প্রতিদিন থেকে কয়েকবার ফোন দিলে তা রিং হলেও রিসিভ হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।