যশোরে সাদী হত্যার সহযোগী চার আসামি আটক

আগের সংবাদ

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা ভারতের, জবাবে পাল্টা হামলা পাকিস্তানের

পরের সংবাদ

চৌগাছায় ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি

প্রকাশিত: মে ৬, ২০২৫ , ১০:২৪ অপরাহ্ণ আপডেট: মে ৬, ২০২৫ , ১০:২৪ অপরাহ্ণ

যশোরের চৌগাছার ৩নং সিংহঝুলী ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক।

আজ মঙ্গলবার চেয়ারম্যানকে অব্যহতি দিয়ে সেখানে প্রশাসক নিয়োগ করেছেন যশোরের জেলা প্রশাসক মহোদয়।

প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম বলেন, সিংহঝুলী ইউনিয়নের চেয়ারম্যান বেশ কয়েক মাস পরিষদে অনুপস্থিত। বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হলে চেয়ারম্যানকে অব্যহতি দিয়ে সেখানে কৃষি সম্প্রসাররণ অফিসারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তবে ইউপি চেয়ারম্যার হামিদ মল্লিক মুঠোফোনে জানান, গত এক সপ্তাহ আগে পদত্যাগের জন্য নির্বাহী অফিসার বরাবর লিখিত দরখাস্ত দেন। কিন্তু পদত্যাগের দরখাস্তটি গ্রহন করা হয়নি। পরবর্তীতে জানতে পেরেছি। আমার দরখাস্ত গ্রহন করা হয়েছে। ব্যক্তিগত সমস্যার কারনে আমি পদত্যাগের জন্য দরখাস্ত করেছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, রূপান্তর প্রতিদিন এর দায়ভার নেবে না।

জনপ্রিয়